রাজবাড়ীতে কয়েদীর মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- / ১১০৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে নাজিরুল হক (৫৬) নামে এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর নেওয়ার পথে মারা যান তিনি। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায়।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, এনআই অ্যক্ট মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন নাজিরুল হক। চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে রাজবাড়ী জেলা কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ফরিদপুর রেফার্ড করা হলে স্কট পুলিশের কাছে হস্তান্তর করে ফরিদপুর নেওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছেন। তার মরদেহ ময়নাতদন্তের পর কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুুল্লাহ ্আল মামুন জানান, সকাল ৯টা ৪০ মিনিটে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়েছিল। তাকে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর রেফার্ড করা হয়। মাঝপথে গিয়ে তাকে আবার রাজবাড়ী সদর হাসপাতালে ফিরিয়ে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। নাজিরুল হক ডায়াবেটিকস, ব্রংকাইটিস, অ্যজমাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানান তিনি।