Dhaka ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১শ টি হারানো মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ১১০৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ফোনগুলো হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, মোবাইল ফোন হারানোর বিষয়ে গত কয়েক দিনে রাজবাড়ী সদর থানা ৩৭টি, গোয়ালন্দ থানায় ১৫টি, পাংশা মডেল থানায় ২৩টি, কালুখালী থানায় ১৩টি, বালিয়াকান্দি থানায় ১২টি জিডি করেন ভুক্তভোগীরা। জিডির সূত্র ধরে রাজবাড়ী জেলা পুলিশ কাজ শুরু করে। পরে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলা হতে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলার প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের জন্য আমরা খুব আবেগ দিয়ে করি। মোবাইল হারিয়ে যাওয়ার পরে ভুক্তভোগীর ভেতরে প্রচন্ডভাবেই যে মানসিক কষ্ট হয় সেটা আমরা অনুধাবন করতে পারি। মোবাইল ফোন উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি তখন তার মুখের হাসি, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রণিত করে। আমরা এই কাজটি সবসময় করে যাব।

 ফোন হস্তান্তরকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১শ টি হারানো মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল জেলা পুলিশ

প্রকাশের সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ফোনগুলো হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, মোবাইল ফোন হারানোর বিষয়ে গত কয়েক দিনে রাজবাড়ী সদর থানা ৩৭টি, গোয়ালন্দ থানায় ১৫টি, পাংশা মডেল থানায় ২৩টি, কালুখালী থানায় ১৩টি, বালিয়াকান্দি থানায় ১২টি জিডি করেন ভুক্তভোগীরা। জিডির সূত্র ধরে রাজবাড়ী জেলা পুলিশ কাজ শুরু করে। পরে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলা হতে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলার প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের জন্য আমরা খুব আবেগ দিয়ে করি। মোবাইল হারিয়ে যাওয়ার পরে ভুক্তভোগীর ভেতরে প্রচন্ডভাবেই যে মানসিক কষ্ট হয় সেটা আমরা অনুধাবন করতে পারি। মোবাইল ফোন উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি তখন তার মুখের হাসি, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রণিত করে। আমরা এই কাজটি সবসময় করে যাব।

 ফোন হস্তান্তরকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।