দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়
- প্রকাশের সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১১২১ জন সংবাদটি পড়েছেন
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ ¯েøাগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি, রাজবাড়ীর উদ্যোগে সোমবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি, একটিভ সিটিজেন গ্রæপ ও ইয়েস সদস্যবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন সনাক সদস্য লুৎফুন্নেছা বেগম।
স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা, শিক্ষণীয় বিষয়, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন টিআইবির রাজবাড়ী কার্যালয়ের এরিয়া কো অর্ডিনেটর মাসুদ আহমেদ।
আলোচনায় অংশ নেন সনাক সহ সভাপতি সাইদা খানম, মুহাম্মদ সাইফুল্লাহ, সদস্য নুরুল হক আলম, নাজমা সুলতানা, আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, জাহাঙ্গীর হোসেন, এসিজি সদস্য সেলিনা বিলকিস, তমা রানী, বিপ্লব হোসেন, বিদ্যুৎ পাল, শেখ সাদী, মো. ইস্পাহান, ইয়েস দলনেতা জিয়াউল শরীফ, সহ দলনেতা তামান্না আফরোজ প্রমুখ।
দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন।