Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা ও বালিয়াকান্দিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • / ১২৪৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মধ্যপাড়া মাঠে ও বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিল মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পাংশায় বাগদুলি যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ নেয়। অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে একটি বিশেষ নামে ডাকা হয়। যেমন মায়ের দোয়া, বাহাদুর, পালোয়ান, কানা বছির, টাইগার ইত্যাদি। মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মোট পাঁচ বার দৌড় হয়। পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান।  এ প্রতিযোগিতায় ৪৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেন মৌরাটের জুয়েল মন্ডলের মায়ের দোয়া ঘোড়া। ৩০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয় পাংশার মোক্তার হোসেনের ঘোড়া এবং তৃতীয় স্থান অর্জনকারী বাস্তেখোলাার আবু বক্করের ঘোড়া পায় ১৫ পয়েন্ট।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পাংশা পৌরসভার কাউন্সিলর ওদুদ সরদার। এসময় মৌরাট  ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, পাংশা পৌর কাউন্সিলর চাঁদ আলী সরদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আহমেদ আলী মাস্টার, রইচ উদ্দিন মিয়া, এনায়েত হোসেন, হেলাল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রুবেল মাহমুদ।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হয়। আয়োজন করা হয় বৈশাখী মেলারও।

এদিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয়  ইউপি সদস্য খাইরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নয়টি ঘোড়া অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম মিয়া মোড়ল, মো. খোকন, সামছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা ও বালিয়াকান্দিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

জনতার আদালত অনলাইন বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মধ্যপাড়া মাঠে ও বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিল মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পাংশায় বাগদুলি যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ নেয়। অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে একটি বিশেষ নামে ডাকা হয়। যেমন মায়ের দোয়া, বাহাদুর, পালোয়ান, কানা বছির, টাইগার ইত্যাদি। মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মোট পাঁচ বার দৌড় হয়। পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান।  এ প্রতিযোগিতায় ৪৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেন মৌরাটের জুয়েল মন্ডলের মায়ের দোয়া ঘোড়া। ৩০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয় পাংশার মোক্তার হোসেনের ঘোড়া এবং তৃতীয় স্থান অর্জনকারী বাস্তেখোলাার আবু বক্করের ঘোড়া পায় ১৫ পয়েন্ট।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পাংশা পৌরসভার কাউন্সিলর ওদুদ সরদার। এসময় মৌরাট  ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, পাংশা পৌর কাউন্সিলর চাঁদ আলী সরদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আহমেদ আলী মাস্টার, রইচ উদ্দিন মিয়া, এনায়েত হোসেন, হেলাল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রুবেল মাহমুদ।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হয়। আয়োজন করা হয় বৈশাখী মেলারও।

এদিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয়  ইউপি সদস্য খাইরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নয়টি ঘোড়া অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম মিয়া মোড়ল, মো. খোকন, সামছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।