Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৪৪১টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • / ১২০৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ আর মাত্র ১৪ দিন বাকী সনাতন ধর্মালম্বীদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে। কাশির ঝংকার আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠবে শহর, নগর, গ্রাম। রাজবাড়ী জেলায় ৪৪১টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

জানা গেছে, রাজবাড়ী জেলায় পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে এবার ৪৪১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এর মধ্যে বালিয়াকান্দি উপজেলায় সবচেয়ে বেশি ১৪৯ টি মন্ডপে হবে দুর্গাপূজা।  অন্য উপজেলার মধ্যে রাজবাড়ী সদরে ১০২টি, পাংশায় ১০৮টি, কালুখালীতে ৬১টি এবং গোয়ালন্দে ২১টি। কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন।  মাটির কাজ প্রায় শেষের পথে। মাটি শুকিয়ে গেলেই ধরবেন রংয়ের কাজ।

শহরের একটি মন্ডপে  কাজ করছিলেন দুলাল পাল। তিনি সদর উপজেলার  ভবদিয়া গ্রামের বাসিন্দা। জানালেন, বছরের এই  সময়টাতেই তারা একটু ব্যস্ত থাকেন। তাদের চাহিদাও থাকে  সবখানে।  এরপর সারা বছর অলস সময় পার করতে হয়। মাটির জিনিসের চাহিদা ক্রমেই কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দুলাল পাল আরও জানান, এবার দুটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন। বাঁশ, খড়, মাটি, রং তুলি দিয়ে প্রতিমাকে সুন্দর করে সাজানো কঠিন কাজ। দর্শণার্থীদের যাতে ভালো লাগে তারা সেই চিন্তাই করেন সারাক্ষণ।

রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস জানান, করোনাকাল পেরিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজা। পূজা নির্বিঘেœ নিরাপদে সম্পন্ন করতে তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সভা করেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে তারা কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতায় সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ জানান, সরকারি সহযোগিতার অংশ হিসেবে প্রতিটি পূজা মন্ডপে পাঁচশ কেজি করে জিআর এর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪৪১টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

প্রকাশের সময় : ০৬:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ আর মাত্র ১৪ দিন বাকী সনাতন ধর্মালম্বীদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে। কাশির ঝংকার আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠবে শহর, নগর, গ্রাম। রাজবাড়ী জেলায় ৪৪১টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

জানা গেছে, রাজবাড়ী জেলায় পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে এবার ৪৪১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এর মধ্যে বালিয়াকান্দি উপজেলায় সবচেয়ে বেশি ১৪৯ টি মন্ডপে হবে দুর্গাপূজা।  অন্য উপজেলার মধ্যে রাজবাড়ী সদরে ১০২টি, পাংশায় ১০৮টি, কালুখালীতে ৬১টি এবং গোয়ালন্দে ২১টি। কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন।  মাটির কাজ প্রায় শেষের পথে। মাটি শুকিয়ে গেলেই ধরবেন রংয়ের কাজ।

শহরের একটি মন্ডপে  কাজ করছিলেন দুলাল পাল। তিনি সদর উপজেলার  ভবদিয়া গ্রামের বাসিন্দা। জানালেন, বছরের এই  সময়টাতেই তারা একটু ব্যস্ত থাকেন। তাদের চাহিদাও থাকে  সবখানে।  এরপর সারা বছর অলস সময় পার করতে হয়। মাটির জিনিসের চাহিদা ক্রমেই কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দুলাল পাল আরও জানান, এবার দুটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন। বাঁশ, খড়, মাটি, রং তুলি দিয়ে প্রতিমাকে সুন্দর করে সাজানো কঠিন কাজ। দর্শণার্থীদের যাতে ভালো লাগে তারা সেই চিন্তাই করেন সারাক্ষণ।

রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস জানান, করোনাকাল পেরিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজা। পূজা নির্বিঘেœ নিরাপদে সম্পন্ন করতে তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সভা করেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে তারা কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতায় সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ জানান, সরকারি সহযোগিতার অংশ হিসেবে প্রতিটি পূজা মন্ডপে পাঁচশ কেজি করে জিআর এর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।