দ্বন্দ্ব কিশোরদের, প্রাণ গেল বৃদ্ধের
- প্রকাশের সময় : ০৮:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১২০৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ঘটনা একেবারেই তুচ্ছ। দুই কিশোরের ঝগড়াঝাটি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ হাসেম ভুইয়া (৭০)। শনিবার রাত নয়টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে এ ঘটনা ঘটে। হাসেম ভুইয়া একই গ্রামের বাসিন্দা। হাসেম ভুইয়ার নাতি সোহেলের সাথে একই গ্রামের অর্পণের ভ্যানে চড়া নিয়ে বাকবিতন্ডা হয়েছিল। অর্পণ একই গ্রামের মাহমুদ আলীর ছেলে।
সোহেল জানান, শুক্রবার রাতে তিনি তার এক বন্ধুর সাথে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে গল্প করছিলেন। ওই সময় বাড়ি যাওয়ার জন্য একটি চলন্ত ভ্যান দাঁড় করান। একটু দেরি হওয়াতে ভ্যানে থাকা যাত্রী অর্পণের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। উপস্থিত লোকজন বিষয়টির মীমাংসা করে দিলেও রাতে তারা তাদের বসতবাড়িতে হামলা চালায়। উল্টো শনিবার সকালে তাদের নামে অভিযোগ করে থানায়। শনিবার রাত সাড়ে সাতটার দিকে অর্পণের নেতৃত্বে ১০/১২ জন লো ক তাদের বাড়িতে আবারও হামলা চালায়। এসময় তিনি বাড়িতে ছিলেন না। হামলাকারীরা তার বৃদ্ধ দাদা, দাদি তারা বিবি, মা লাকি ভুইয়া ও চাচী লাভলী ভুইয়াকে মারধর করে। হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় তার দাদাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে মারা যান তার দাদা।
সোহেলের বাবা শহিদ ভুইয়া জানান, হামলার ঘটনার পর তার স্ত্রী থানায় গিয়েছিলেন অভিযোগ দিতে। কিন্তু তাকে কোনো সহযোগিতা করা হয়নি। তার বাবার মৃত্যুর পর পুলিশ আসে বাড়িতে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়ান হবে। এ ঘটনায় এখনও কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। অপর এক প্রশ্নের জবাবে বলেন, শনিবার রাতে ভুক্তভোগীরা থানায় এসেছিলো। তাদেরকে লিখিত দিতে বলেছিলাম। কিন্তু ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ায় আর লিখিত অভিযোগ দেননি।
এবিষয়ে অর্পণের বাবা মাহমুদ আলীর সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে অনেকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।