Dhaka ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভাগ্নেদের উপর হামলার অভিযোগ পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • / ১৩২৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ জমি মাপতে চাওয়ায় পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ^াস আপন ভাগ্নেদের বেধরক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন রাকিবুল ইসলাম সুমন ও তার খালাতো ভাই মুরাদ হাসান। সুমন বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মুরাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রাকিবুল ইসলাম সুমন জানান, জালাল বিশ^াস তার আপন মামা। তার কাছে মায়ের পৈতৃক সম্পত্তির ভাগ পাবো। সেই  জমি মাপার জন্য শািনবার সকাল ১০টার দিকে জালাল বিশ^াসের বাড়ির সামনে যান। তখন জালাল বিশ^াস তাদের বলেন; তোরা এখানে কেন? আমি বালি, জমি মাপার জন্য পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলীর কাছে  আবেদন করেছিলাম। তিনি শনিবার সকাল ১০টা সময় দিয়েছেন। সে মোতাবেক এসেছি। একথা শুনেই জালাল বিশ^াস লোকজন নিয়ে তার উপর  আক্রমণ করে। তাকে স্টীলের পাইপ দিয়ে বেধরক পেটায়। এতে তার হাত ভাঙ্গে ও মাথা ফেটে যায়। নিজেকে রক্ষা করতে দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেন। ওই সময় হামলাকারীদের আক্রমণে তার ভাই চয়ন, খালাতো ভাই মুরাদ,  ভাতিজা অনিকসহ বেশ কয়েকজন আহত হয় বলে জানান তিনি।

অপর আহত মুরাদ হাসান জানান, এটি পারিবারিক জমিজমার বিষয়। অনেকদিন ধরে তার মামাদের কাছে জমি চাইতে গেলে তারা ক্ষমতা দেখায়। তাদের সাথে আমরা পারিনা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। থানা কর্তৃপক্ষ আপস মীমাংসার জন্য দুই পক্ষকে বসার কথা বলেছে।  তিনি প্রশ্ন রাখেন, একজন জনপ্রতিনিধি হয়ে জালাল বিশ^াস কীভাবে লাঠি তুলে নিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ^াস বলেন, ওইটা আসলে কোনো অভিযোগ হয় নাই। ভাগ্নে রাকিবুল ইসলাম সুমনকে মারধরের কারণ জানতে চাইলে বলেন, সুমন আমার আপন ভাগ্নে হয়। ওনারা আমার বাড়ির ওপর এসে হামলা করেছে। আমার ভাইকে আঘাত করেছে। সুমন আহত হলো কীভাবে? এমন প্রশ্নের জবাবে বলেন, পড়ে গিয়ে মাথা কেটে গিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমার বোনেরা জমি পাবে। ওরা শনিবার জোরপূর্বক জমি মাপতে চেয়েছিল। আমি তাদেরকে শুক্রবার আসতে বলেছিলাম।

এব্যাপারে পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার বলেন, ওয়ারিশ সূত্রে জমির দাবিদার হওয়ায় রাকিবুল ইসলাম সুমন জমি মাপার জন্য তার কাছে লিখিত আবেদন দেন। নিয়মানুযায়ী ওয়ারিশ সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর দুই পক্ষকে জমি মাপার নোটিশ দেওয়া হয়। উভয় পক্ষ সে নোটিশ গ্রহণও করে। শনিবার জমি মাপার জন্য সেখানে দুজন আমিন পাঠানো হয়। সেখানে ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন তার ভাগ্নেদের মারধর করে তাড়িয়ে দেয়। পরে আর জমি মাপা হয়নি।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, দুই পক্ষ থেকেই থানায় অভিযোগ দিয়েছে। তারা স্থানীয়ভাবে সমঝোতায় আসতে চাচ্ছে। বিষয়টি পারিবারিক এবং মামা-ভাগ্নের ব্যাপার। জায়গা সম্পত্তি আগামী বুধবার বসে ভাগ করে নেবে। একারণে কোনো পক্ষই আর মামলার দিকে যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাগ্নেদের উপর হামলার অভিযোগ পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

প্রকাশের সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

জনতার আদালত অনলাইন ॥ জমি মাপতে চাওয়ায় পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ^াস আপন ভাগ্নেদের বেধরক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন রাকিবুল ইসলাম সুমন ও তার খালাতো ভাই মুরাদ হাসান। সুমন বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মুরাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রাকিবুল ইসলাম সুমন জানান, জালাল বিশ^াস তার আপন মামা। তার কাছে মায়ের পৈতৃক সম্পত্তির ভাগ পাবো। সেই  জমি মাপার জন্য শািনবার সকাল ১০টার দিকে জালাল বিশ^াসের বাড়ির সামনে যান। তখন জালাল বিশ^াস তাদের বলেন; তোরা এখানে কেন? আমি বালি, জমি মাপার জন্য পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলীর কাছে  আবেদন করেছিলাম। তিনি শনিবার সকাল ১০টা সময় দিয়েছেন। সে মোতাবেক এসেছি। একথা শুনেই জালাল বিশ^াস লোকজন নিয়ে তার উপর  আক্রমণ করে। তাকে স্টীলের পাইপ দিয়ে বেধরক পেটায়। এতে তার হাত ভাঙ্গে ও মাথা ফেটে যায়। নিজেকে রক্ষা করতে দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেন। ওই সময় হামলাকারীদের আক্রমণে তার ভাই চয়ন, খালাতো ভাই মুরাদ,  ভাতিজা অনিকসহ বেশ কয়েকজন আহত হয় বলে জানান তিনি।

অপর আহত মুরাদ হাসান জানান, এটি পারিবারিক জমিজমার বিষয়। অনেকদিন ধরে তার মামাদের কাছে জমি চাইতে গেলে তারা ক্ষমতা দেখায়। তাদের সাথে আমরা পারিনা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। থানা কর্তৃপক্ষ আপস মীমাংসার জন্য দুই পক্ষকে বসার কথা বলেছে।  তিনি প্রশ্ন রাখেন, একজন জনপ্রতিনিধি হয়ে জালাল বিশ^াস কীভাবে লাঠি তুলে নিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ^াস বলেন, ওইটা আসলে কোনো অভিযোগ হয় নাই। ভাগ্নে রাকিবুল ইসলাম সুমনকে মারধরের কারণ জানতে চাইলে বলেন, সুমন আমার আপন ভাগ্নে হয়। ওনারা আমার বাড়ির ওপর এসে হামলা করেছে। আমার ভাইকে আঘাত করেছে। সুমন আহত হলো কীভাবে? এমন প্রশ্নের জবাবে বলেন, পড়ে গিয়ে মাথা কেটে গিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমার বোনেরা জমি পাবে। ওরা শনিবার জোরপূর্বক জমি মাপতে চেয়েছিল। আমি তাদেরকে শুক্রবার আসতে বলেছিলাম।

এব্যাপারে পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার বলেন, ওয়ারিশ সূত্রে জমির দাবিদার হওয়ায় রাকিবুল ইসলাম সুমন জমি মাপার জন্য তার কাছে লিখিত আবেদন দেন। নিয়মানুযায়ী ওয়ারিশ সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর দুই পক্ষকে জমি মাপার নোটিশ দেওয়া হয়। উভয় পক্ষ সে নোটিশ গ্রহণও করে। শনিবার জমি মাপার জন্য সেখানে দুজন আমিন পাঠানো হয়। সেখানে ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন তার ভাগ্নেদের মারধর করে তাড়িয়ে দেয়। পরে আর জমি মাপা হয়নি।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, দুই পক্ষ থেকেই থানায় অভিযোগ দিয়েছে। তারা স্থানীয়ভাবে সমঝোতায় আসতে চাচ্ছে। বিষয়টি পারিবারিক এবং মামা-ভাগ্নের ব্যাপার। জায়গা সম্পত্তি আগামী বুধবার বসে ভাগ করে নেবে। একারণে কোনো পক্ষই আর মামলার দিকে যায়নি।