Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / ১৬১৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনায় আক্রান্ত  হয়ে মারা গেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন মিয়া। শনিবার সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। পাংশা শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ১ জুলাই করোনা পজিটিভ হওয়ায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।  তিনি করোনার পাশাপাশি হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে নুরুন্নাহার বেগম রাজবাড়ী জেলা পরিষদের সদস্য। দুপুরে পাংশা সরকারি কলেজ সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ ও গার্ড অব অনার শেষে পাংশা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনায় আক্রান্ত  হয়ে মারা গেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন মিয়া। শনিবার সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। পাংশা শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ১ জুলাই করোনা পজিটিভ হওয়ায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।  তিনি করোনার পাশাপাশি হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে নুরুন্নাহার বেগম রাজবাড়ী জেলা পরিষদের সদস্য। দুপুরে পাংশা সরকারি কলেজ সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ ও গার্ড অব অনার শেষে পাংশা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।