Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৪১৬ মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১৩৪৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলায় ৪১৬টি মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত দেব-দেবীকে সুন্দর করে সাজাতে।

জানা গেছে, এবার সীমিত পরিসরে দুর্গাপূজা  অনুষ্ঠিত হবে রাজবাড়ীতে। করোনা সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬টি নির্দেশনা দেয়া হয়েছে। এসব বিধি মেনে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। নির্দেশনার মধ্যে রয়েছে প্রবেশ ও বাহির পথ আলাদা থাকতে  হবে। তিন ফুট দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করে প্রণাম শেষ করে বেরিয়ে যেতে হবে। পুষ্পাঞ্জলির ক্ষেত্রে ভক্ত  সংখ্যা  অধিক হলে একাধিকবার অঞ্জলির ব্যবস্থা করতে হবে। মন্ডপে অবশ্যই মাস্ক পরে ঢুকতে  হবে। পূজা উপলক্ষে কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জা  করা যাবেনা।

এসব নির্দেশনার কারণে দুর্গাপূজা একেবারেই সীমিত পরিসরে করার আয়োজন চলছে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস জানান, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্দিরে মাস্ক বিতরণ করা হবে। হ্যান্ড স্যনিটাইজারের ব্যবস্থা থাকবে। যদি কোনো দর্শণার্থী মাস্ক পরে না আসে তাকে মাস্ক দেওয়া হবে। জেলা প্রশাসন নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার সরকারিভাবে প্রতিটি দুর্গা পূজা মন্দিরে পাঁচশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মন্ত্রণালয় থেকে প্রতিটি মন্ডপের জন্য পাঁচশ কেজি করে চাল  বরাদ্দ পাওয়া গেছে। সেগুলি ইউএনওদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আরও  কিছু সাহায্যের আবেদন এসেছে। সেগুলি যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষেই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ২৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেসকল নির্দেশনা মানবেন বলে  প্রতিশ্রুতি দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪১৬ মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

প্রকাশের সময় : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলায় ৪১৬টি মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত দেব-দেবীকে সুন্দর করে সাজাতে।

জানা গেছে, এবার সীমিত পরিসরে দুর্গাপূজা  অনুষ্ঠিত হবে রাজবাড়ীতে। করোনা সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬টি নির্দেশনা দেয়া হয়েছে। এসব বিধি মেনে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। নির্দেশনার মধ্যে রয়েছে প্রবেশ ও বাহির পথ আলাদা থাকতে  হবে। তিন ফুট দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করে প্রণাম শেষ করে বেরিয়ে যেতে হবে। পুষ্পাঞ্জলির ক্ষেত্রে ভক্ত  সংখ্যা  অধিক হলে একাধিকবার অঞ্জলির ব্যবস্থা করতে হবে। মন্ডপে অবশ্যই মাস্ক পরে ঢুকতে  হবে। পূজা উপলক্ষে কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জা  করা যাবেনা।

এসব নির্দেশনার কারণে দুর্গাপূজা একেবারেই সীমিত পরিসরে করার আয়োজন চলছে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস জানান, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্দিরে মাস্ক বিতরণ করা হবে। হ্যান্ড স্যনিটাইজারের ব্যবস্থা থাকবে। যদি কোনো দর্শণার্থী মাস্ক পরে না আসে তাকে মাস্ক দেওয়া হবে। জেলা প্রশাসন নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার সরকারিভাবে প্রতিটি দুর্গা পূজা মন্দিরে পাঁচশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মন্ত্রণালয় থেকে প্রতিটি মন্ডপের জন্য পাঁচশ কেজি করে চাল  বরাদ্দ পাওয়া গেছে। সেগুলি ইউএনওদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আরও  কিছু সাহায্যের আবেদন এসেছে। সেগুলি যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষেই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ২৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেসকল নির্দেশনা মানবেন বলে  প্রতিশ্রুতি দিয়েছেন।