৫ টাকার ইফতারের চাহিদা ক্রমশ বাড়ছে
- প্রকাশের সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৬৬৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ চলছে রমজান মাস। করোনা ভাইরাস সংক্রমণের এ মহা দুঃসময়েও মানুষ রোজা রেখে সিয়াম সাধনা করছেন। কিন্তু সব বছরের মত যত্রতত্র মেলেনা ইফতার সামগ্রী। এতে করে ভ্রাম্যমাণ মানুষ ও অস্বচ্ছল রোজাদাররা যাতে স্বচ্ছন্দ্যে ইফতার করতে পারে সেলক্ষ্যে মাত্র পাঁচ টাকায় বিক্রি করা হচ্ছে ইফতার। রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় জেলার কয়েকজন স্বেচ্ছাসেবী এই মহান কার্যটি সম্পাদন করছেন। প্রথম দিন থেকেই শুরু হয়েছে এ কর্মসূচী। সোমবার রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার শহরের রেলগেটে ইফতার বিক্রয়কালে উপস্থিত থেকে তদারকি করেন।
স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছেন বহরপুর কলেজের শিক্ষক নাসিম হায়দার কল্লোল ও তার স্ত্রী শায়লা তাবসসুম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি কবি নেহাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এনামুল কবির জুয়েল, অ্যক্রোবেট প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক, রক্তদানে বৃহত্তর ফরিদপুর সংগঠনের স্মৃতি ইসলাম।
স্বেচ্ছাসেবী কবি নেহাল আহমেদ জানান, তাদের ইফতার সামগ্রীতে থাকে ছোলা, পেঁয়াজু, শরবত ও খিচুরি। সাথে এক বোতল পানিও দেয়া হয়। প্রতিদিন একশটি প্যাকেট করে শহরের প্রাণ কেন্দ্র রেলগেট চত্ত্বরে ইফতার বিক্রি করা হয়। তাদের স্বেচ্ছাসেবীরা নিজেরাই রান্নার কাজটি করছেন। জেলা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এই দুঃসময়ে যদি মানুষের এতটুকু উপকার হয়ে থাকে তাতেই তারা খুশী।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম(বার) এ প্রসঙ্গে সমকালকে বলেন, দোকানপাট সব বন্ধ। রেস্তোরাগুলোও খোলা নেই। করোনা ভাইরাস সংক্রমণের এ দুঃসময়ে রোজাদাররা ইফতারের সময়ে রোজাদাররা বিপাকে পড়তে পারে এজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিন রোজা রেখে তারা যেন একটু স্বাচেছন্দ্যে ইফতার করতে পারে। আমাদের মানবিক এই উদ্যোগ রোজার শেষ দিন পর্যন্ত চলবে।