বালিয়াকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী আটক
- প্রকাশের সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
- / ১৫৫০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে বুধবার রাতে সোমা রানী দাস (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের বাবার বাড়ির লোকদের অভিযোগ তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী প্রবীর দাসকে আটক করেছে। মৃত সোমা বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের নারায়ণ চন্দ্র দাসের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে পাটুরিয়া গ্রামের ভানুগোপাল দাসের ছেলে প্রবীর কুমার দাসের সাথে বিয়ে হয় সোমার। তাদের সংসারে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
সোমার বাবা নারায়ন চন্দ্র দাস জানান, বিয়ের পর থেকেই প্রবীর মাঝে মধ্যেই তার মেয়েকে নির্যাতন করতো। বুধবার সকালে তিনি মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে মেয়ে তাকে জানায়; প্রবীর তাকে বেধরক ভাবে মারপিট করেছে। ওই সময় মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাইলে মেয়ের শাশুড়ি বাধা দেন। যেকারণে মেয়েকে না নিয়ে ফিরে আসেন। রাত সাড়ে আটটার দিকে খবর পান সোমা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের ভাই উত্তম কুমার দাস অভিযোগ করেন, তার বোনকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে প্রবীর। তিনি তার বোনকে হত্যার বিচার দাবী করেন।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। হত্যাটি রহস্যজনক মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী প্রবীর দাসকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে যদি মামলা করতে চায় অবশ্যই সেটি গ্রহণ করা হবে।