রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
- প্রকাশের সময় : ০৭:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
- / ১৩৭৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ Ñ স্লোগানকে সামনে রেখে বুধবার রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ উপলক্ষে সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন ডা. রহিম বক্স, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপÑপরিচালক মোহম্মদ আযম প্রমুখ।
পরে জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাফল্য অর্জনে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনার মাঠকর্মী ও সংস্থার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।