গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

- প্রকাশের সময় : ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 192
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. আব্দুল জব্বার মোল্লা (৬৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুকুম মাতুব্বার পাড়া গ্রামের হাজী দানেজ মোল্লার ছেলে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগের দিন তিনি সড়ক দূর্ঘটনায় আহত হন।
জানা গেছে, গত শনিবার (০৪ অক্টোবর) স্ত্রীকে ডাক্তার দেখাতে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে যান আব্দুল জব্বার মোল্লা। স্ত্রী’কে ডাক্তার দেখিয়ে অটোরিকশা যোগে বাড়ী ফেরার সময় ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায় আব্দুল জব্বার মোল্লাকে বহন করা অটোরিক্সাকে একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (০৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

























