Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ‘জাগো বাহে’ নাটক মঞ্চস্থ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 88

সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের উপস্থাপনের মধ্য দিয়ে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টির অভিপ্রায়ে শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথম বারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় কুড়িগ্রামে মঞ্চস্থ হয়েছে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ‘জাগো বাহে’ নাটক। রিয়াজ তারেকের রচনা ও নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেন জেলা শিল্পকলা একাডেমী কুড়িগ্রাম।

নাটক মঞ্চায়নের আগে বক্তব্য রাখেন— কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জেলা কালচারাল অফিসার তমাল বোস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম পৌর শাখার যুব ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএস কাজল।

বক্তারা বলেন, সুস্থ ধারার সংস্কৃতি মনের খোরাক জোগায়। এছাড়াও জুলাই অভ্যুত্থান’২৪-এ অসংখ্য তরুণের আত্মদান পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের উপর এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। এই চাপ নিরসন করতে তারুণ্যের উৎসবে তরুণদের জন্য মঞ্চায়িত এই নাটক বিরাট ভূমিকা রাখবে।

নাটকে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের লোমহর্ষক ঘটনা তুলে ধরা হয়। প্রায় ৫ শতাধিক দর্শক নাটকটি দেখেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুড়িগ্রামে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ‘জাগো বাহে’ নাটক মঞ্চস্থ

প্রকাশের সময় : ০৭:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের উপস্থাপনের মধ্য দিয়ে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টির অভিপ্রায়ে শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথম বারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় কুড়িগ্রামে মঞ্চস্থ হয়েছে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ‘জাগো বাহে’ নাটক। রিয়াজ তারেকের রচনা ও নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেন জেলা শিল্পকলা একাডেমী কুড়িগ্রাম।

নাটক মঞ্চায়নের আগে বক্তব্য রাখেন— কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জেলা কালচারাল অফিসার তমাল বোস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম পৌর শাখার যুব ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএস কাজল।

বক্তারা বলেন, সুস্থ ধারার সংস্কৃতি মনের খোরাক জোগায়। এছাড়াও জুলাই অভ্যুত্থান’২৪-এ অসংখ্য তরুণের আত্মদান পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের উপর এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। এই চাপ নিরসন করতে তারুণ্যের উৎসবে তরুণদের জন্য মঞ্চায়িত এই নাটক বিরাট ভূমিকা রাখবে।

নাটকে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের লোমহর্ষক ঘটনা তুলে ধরা হয়। প্রায় ৫ শতাধিক দর্শক নাটকটি দেখেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন।