কালুখালীতে ২ ব্যবসায়ীর জরিমানা

- প্রকাশের সময় : ০৯:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 145
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারের দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির পাশাপাশি সঠিকভাবে সরবরাহ না করার দায়ে মৃগী বাজারের পূর্ণিমা ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে আব্দুল্লা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।