সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

- প্রকাশের সময় : ০৪:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 74
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা বিএনপি। সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্যের জন্য আওয়ামী লীগকে দায়ী করে তারা এ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার রাজবাড়ী মহিলা কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপড় বাজার মোড়ে এক সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, বিএনপি নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহবায়ক আইয়ুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, তাদের গ্রেপ্তার করতে হবে।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।