সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী

- প্রকাশের সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / 79
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আব্দুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক শাহীনূর বেগম পপি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সদর আলী, সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, জহুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রবির কুমার সেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোসলেমা খাতুন, অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাহেদ আলী বিশ্বাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।