তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

- প্রকাশের সময় : ০৫:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 56
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭) সোমবার দুপুর আড়াইটায় উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। আগামী ২৪ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে পাংশা উপজেলা এবং রাজবাড়ী পৌরসভা বালক ও বালিকা দলসহ চারটি দল অংশ নেয়। খেলায় রাজবাড়ী পৌরসভা বালিকা দল পাংশা বালিকা দলকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া জুই, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল।