মেডিকেলে ভর্তিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

- প্রকাশের সময় : ০৫:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 84
মেডিকেল কলেজে ভর্তিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সোমবার রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত¡রে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সোহেল পাটোয়ারী, আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, আফরিন আক্তার, নাফিসা প্রভা, টোকন মন্ডল, নওরীন আক্তার, সাদিয়া ইসলাম, মীর সুজন প্রমুখ।
এসময় মেডিকেল কলেজে ভর্তি সুযোগ বঞ্চিত সজীবুল ইসলাম জানান, তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করেছেন। এইচএসসি পরীক্ষার পর থেকে দিন রাত পড়াশোনা করেছেন মেডিকেল কলেজে ভর্তির জন্য। ভর্তি পরীক্ষায় ৭১ নম্বর পেয়েও সুযোগ পাননি। অথচ ৪১ নম্বর পেয়েও অনেকে সুযোগ পেয়েছে। এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, একমাত্র কোটা প্রথার কারণেই ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হলাম।
অন্য বক্তারা বলেন, কোটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। রক্ত দিয়েছি। আমার ভাইয়েরা শহীদ হয়েছে। এখনও কোটা প্রথা থেকে গেলে তা খুবই দুঃখজনক। ৭০ এর বেশি নম্বর পেয়েও সুযোগ পায়নি। আবার কেউ ৪০ এর মত নম্বর পেয়ে সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা এই কোটা প্রথা মানি না। অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতেই হবে। নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।