রাজবাড়ীতে বিএনপির বিজয় সমাবেশ
- প্রকাশের সময় : ০৯:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ১০৩৬ জন সংবাদটি পড়েছেন
শেখ হাসিনার পদত্যাগে রাজবাড়ীতে বিজয়োল্লাস করেছে বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপির দুটি গ্রæপ পৃথক পৃথকভাবে বিজয় মিছিল ও সমাবেশ করেছে।
দুপুরে জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলীর নেতৃত্বে মিছিল শেষে সমাবেশ করে। এখানে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব অ্যডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেক পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন প্রমুখ।
বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রæপ শহরে বিজয় মিছিল শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত¡রে সমাবেশ করে। বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহŸায়ক নইম আনছারী, পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহŸায়ক খায়রুল আনাম বকুল, সদ্য কারামুক্ত মহিলা দলনেত্রী সোনিয়া আক্তার স্মৃতি প্রমুখ।
বক্তারা দলের নেতাকর্মীদের ধৈয্য ধরে শান্ত থাকার আহŸান জানান।