বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
- প্রকাশের সময় : ০৭:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১০৫০ জন সংবাদটি পড়েছেন
দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার এমারুল ইসলামের ছেলে সাকিব ও রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বিএম নাজিম উদ্দিন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত সাকিব ট্রাকের হেলপার বলে জানা গেছে। আহতরা হলেন রাজবাড়ী শহরের শ্রীপুর মুন্সীপাড়ার আহেজ ব্যাপারীর ছেলে রাজু ব্যাপারী, আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম ও কুষ্টিয়া সদর উপজেলার দাখিল উদ্দিনের ছেলে আব্দুস সালাম।
জানা গেছে, রাজবাড়ী থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী একটি লোকাল বাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটি মহাসড়কের পাশে একটি দোকানে গিয়ে ধাক্কা খায় ও ট্রাকটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যায়। গুরুতর আহত নাজিমউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, আহত অবস্থায় পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি করা হয় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। পরে ভর্তি থাকা দুজনের মধ্যে একজন মারা যান।
রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাস ও ট্রাক দুটি জব্দ করেছে। ট্রাক থেকে সিমেন্ট আনলোড করা হচ্ছে। বাসের চালক মারা গিয়েছে বলে কেউ কেউ বলছে। তবে এখনও তা নিশ্চিত নয়। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।