Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাবার ভ্যান চালাতে গিয়ে প্রাণ হারালো শিশুটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ১০৪২ জন সংবাদটি পড়েছেন

শখের বশে বাবার ভ্যান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছে হারিয়েছে হাসিবুল মন্ডল নামে ১২ বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল একই গ্রামের মো. মনজিল মন্ডলের ছেলে। বাগমারা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল সে।
স্থানীয় সূত্র জানায়, হাসিবুলের বাবা মনজিল পেশায় একজন ভ্যানচালক। তার মোটরচালিত একটি ভ্যান আছে। হাসিবুল মাঝে মধ্যে ভ্যানটি বাি ড়র আশপাশ দিয়ে চালাত। মঙ্গলবার দুপুর ্আড়াইটার দিকে হাসিবুল ভ্যানটি নিয়ে প্রধান সড়কে উঠতে যায়। অসাবধনতা বশত ভ্যানটি উল্টে গিয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্র্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির মাথায় আঘাত লেগেছে। হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার এসআই মিকাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবার ভ্যান চালাতে গিয়ে প্রাণ হারালো শিশুটি

প্রকাশের সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

শখের বশে বাবার ভ্যান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছে হারিয়েছে হাসিবুল মন্ডল নামে ১২ বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল একই গ্রামের মো. মনজিল মন্ডলের ছেলে। বাগমারা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল সে।
স্থানীয় সূত্র জানায়, হাসিবুলের বাবা মনজিল পেশায় একজন ভ্যানচালক। তার মোটরচালিত একটি ভ্যান আছে। হাসিবুল মাঝে মধ্যে ভ্যানটি বাি ড়র আশপাশ দিয়ে চালাত। মঙ্গলবার দুপুর ্আড়াইটার দিকে হাসিবুল ভ্যানটি নিয়ে প্রধান সড়কে উঠতে যায়। অসাবধনতা বশত ভ্যানটি উল্টে গিয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্র্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির মাথায় আঘাত লেগেছে। হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার এসআই মিকাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।