রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার
- প্রকাশের সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ১০৬৬ জন সংবাদটি পড়েছেন
‘জন্মভূমি বাংলাদেশ-কর্মসংস্থান বিশ্বময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বুধবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নুর অতএব আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বককার সিদ্দিক।
বক্তারা বিদেশে কাজ করতে যাওয়ায় আগে বিদেশগামীদের কর্মদক্ষতা বাড়াতে ও কোম্পানির চাহিদা অনুসারে প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, অনেকেই প্রশিক্ষণ না নিয়ে যাওয়ার কারণে নানা ধরনের হয়রানীর শিকার হন। কোন কাজের অভিজ্ঞতা না থাকলে বিদেশে যে কোন কাজ করা সম্ভব হয়না। এতে বিদেশগামীরা তাদের কাজে সফলতা বয়ে আনতে পারেনা। তাই প্রশিক্ষণ নিয়ে যাওয়া খুবই জরুরি।