যে কারণে জরিমানা গুনতে হলো ৩ ব্যবসায়ীকে
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১০৯৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজারের তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। রোববার দুপুরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অভিযোগে এ জরিমানা করে।
জানা গেছে, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মোজাফফর স্টোরকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় রাদিত স্টোরকে দুই হাজার টাকা এবং রুহুল আমিন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় এসব জরিমানা করা হয়েছে। অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
Tag :