অস্বাস্থ্যকর পরিবেশ: ২ খাদ্য ব্যবসায়ীর জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১১৮ জন সংবাদটি পড়েছেন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করায় বৃহস্পতিবার রাজবাড়ী শহরের দুই খাদ্য ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা কেেরছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে রাজবাড়ী শহরের কলেজ রোডে অবস্থিত মায়ের আর্শীবাদ বেকারীকে চার হাজার টাকা এবং ফাস্ট ফুড ওয়ার্ল্ডকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় এ জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের কঠোরভাবে সতর্কও করা হয়।
Tag :