সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব চায় দলিত জনগোষ্ঠি
- প্রকাশের সময় : ০৭:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১১২০ জন সংবাদটি পড়েছেন
জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠির সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিতসহ আট দফা দাবিতে মঙ্গলবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজবাড়ী শাখার সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি ফকীর শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক জেমস হালদার, হরিজন ঐক্য পরিষদের নেতা বাসুদেব মন্ডল, নারদ সরকার, গৌতম দাস প্রমুখ।
বক্তারা আট দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল পাশ করা, পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের সুরক্ষার ব্যবস্থার পদক্ষেপ নিতে হবে।