বিএনপি নির্বাচনে আসলে তাদের সবরকম সহযোগিতা দেওয়া হবে- রাজবাড়ীতে ইসি আলমগীর
- প্রকাশের সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১১২৯ জন সংবাদটি পড়েছেন
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে তাদের সবরকম সহযোগিতা দেওয়া হবে। প্রয়োজনে নির্বাচনের পুনঃ তপশিলও করতে সম্মত আছি। তবে, সংবিধানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচন হতে হবে।
সোমবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাস্েকর সম্মেলন কক্ষে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কীনা এটা তাদের বিষয়। তাদের সাথে আলাপও নেই। যেটা হলো আমাদের আহŸান আছে; সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি বিএনপি নির্বাচনে আসে প্রয়োজনে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে আমরা আমাদের তপশিল রিসিডিউল করতেও সম্মত আছি। তবে, খেয়াল রাখতে হবে, সংবিধান অনুযায়ী যে সময় নির্ধারণ আছে সেই তারিখের মধ্যেই নির্বাচন করতে হবে। আমরা সব সময় তাদের স্বাগত জানাই। যদি তারা নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে আমরা তাদের সবরকম সহযোগিতা করব।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে শুধু আমাদের বক্তব্য নয়, সরকারের বক্তব্য হলো ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারেন। কাউকে কোনো রকম বাধা দেওয়া যাবেনা। যদি কাউকে ভয়ভীতি দেখানো বা ভোটদানে বাধা দেওয়া হয়- এটা নির্বাচন কমিশনের নজরে আসলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের দায়িত্ব পালন বিষয়ে বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকরা যাতে সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এজন্য নীতিমালা করা হয়েছে। সেখানে সাংবাদিকদের জন্য অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে। সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবে। কিন্তু সে ক্ষেত্রে প্রকৃত সাংবাদিক হতে হবে। কেন্দ্রে বসে লাইভ প্রচার করা যাবে। শুধু ভোট কক্ষ থেকে লাইভ করতে পারবেন না। ভোট গণনার সময় ভোটক্ষে উপস্থিতও থাকতে পারবেন।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বলেন, অতীতের সব নির্বাচনের আগে ও পরে জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত থাকত। কিন্তু এবারের জাতীয় সংসদ নির্বাচনের পরের ১৫ দিন পুলিশের সঙ্গে বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, বিজিবির কুষ্টিয়া অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল এমারত হোসেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুন প্রমুখ।