Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
তরুণী উদ্ধার

র‌্যাবের অভিযানে  অপহরণকারী ২ সহোদর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১০৬২ জন সংবাদটি পড়েছেন

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাতে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। তারা হলো ফরিদপুরের সদরপুর উপজেলার ওমর শিকদারের ছেলে আহসান শিকদার ও আল-আমিন শিকদার। এসময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  গত ৩ মার্চ তারিখে কয়েকজন দুর্বৃত্ত শুভেচ্ছা কিন্ডার গার্ডেনের সামনে থেকে তরুণীকে জোরপূর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার স্থানীয়ভাবে খোজাখুজি করে ও বিভিন্ন পত্র পত্রিকায় নিখোঁজের বিজ্ঞপ্তি দিয়ে সন্ধানের চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ভিকটিমের  পরিবার সদরপুর থানায় মামলা দায়ের করে।

ভিকটিমের পরিবার র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতা কামনা করেন। এপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনার পর থেকে উক্ত ভিকটিমকে উদ্ধার করার জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, আসামী ভিকটিমকে নিয়ে সদরপুর থানাধীন আমিরাবাদ এলাকায় অবস্থান করছে। এ তথ্য পাওয়ার সাথে সাথে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কামন্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প কর্তৃক সদরপুর থানা আমিরাবাদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপরহণ মামলার প্রধান আসামীসহ তিন নম্বর আসামী এবং ভিকটিমকে মামলার ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করে। ভিকটিম, এক নম্বর আসামী আহসান শিকদার(২৭) ও তার সহকারী আল-আমিন শিকদার(২৯)কে সদরপুর থানায় হস্তান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তরুণী উদ্ধার

র‌্যাবের অভিযানে  অপহরণকারী ২ সহোদর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাতে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। তারা হলো ফরিদপুরের সদরপুর উপজেলার ওমর শিকদারের ছেলে আহসান শিকদার ও আল-আমিন শিকদার। এসময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  গত ৩ মার্চ তারিখে কয়েকজন দুর্বৃত্ত শুভেচ্ছা কিন্ডার গার্ডেনের সামনে থেকে তরুণীকে জোরপূর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার স্থানীয়ভাবে খোজাখুজি করে ও বিভিন্ন পত্র পত্রিকায় নিখোঁজের বিজ্ঞপ্তি দিয়ে সন্ধানের চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ভিকটিমের  পরিবার সদরপুর থানায় মামলা দায়ের করে।

ভিকটিমের পরিবার র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতা কামনা করেন। এপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনার পর থেকে উক্ত ভিকটিমকে উদ্ধার করার জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, আসামী ভিকটিমকে নিয়ে সদরপুর থানাধীন আমিরাবাদ এলাকায় অবস্থান করছে। এ তথ্য পাওয়ার সাথে সাথে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কামন্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প কর্তৃক সদরপুর থানা আমিরাবাদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপরহণ মামলার প্রধান আসামীসহ তিন নম্বর আসামী এবং ভিকটিমকে মামলার ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করে। ভিকটিম, এক নম্বর আসামী আহসান শিকদার(২৭) ও তার সহকারী আল-আমিন শিকদার(২৯)কে সদরপুর থানায় হস্তান্তর করা হয়।