পাংশায় নিখোঁজের ৩দিন পর দোকানের ফ্লোর ভেঙে কিশোরের লাশ উদ্ধার
- প্রকাশের সময় : ০৮:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৫৭ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের খলিল মোড় নামক এলাকায় নিখোঁজের তিন দিন পর কাজল মিয়া (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার চাচা মাসুদ মিয়ার মুদি দোকানের ফ্লোর ভেঙে বালিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের গোপীনাথদিয়া গ্রামের মনিরুল ইসলাম মিয়ার ছেলে। স্থানীয়দের ধারণা চুরি করতে গিয়ে বালিচাপা পড়ে সে মারা গেছে।
নিহতের চাচা মাসুদ মিয়া জানান, তার ভাতিজা কাজল পড়াশোনা বাদ দেওয়ার পর চাষাবাদ করতো। গত ২০ ফেব্রæয়ারি রাত থেকে সে নিখোঁজ। বৃহস্পতিবার সকালে তিনি থানায় গিয়েছিলেন। ওই সময় জানতে পারেন তার দোকানের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে সেখানে গেলে স্থানীয় ইউপি মেম্বার শরীফ প্রামানিকের উপস্থিতিতে দোকানের ফ্লোর ভেঙে বালি সরিয়ে লাশের পা দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। দোকানে চুরির উদ্দেশ্যেই সে সিঁধ কেটে ভেতরে ঢুকতে চেয়েছিল বলে ধারণা তার।
নিহত কাজল মিয়ার বাবা মনিরুল ইসলাম মিয়া জানান, গত ২০ ফেব্রæয়ারি সন্ধ্যার পর নাহিদ নামে একটি ছেলে কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন নাহিদকে জিজ্ঞেস করলে সে জানায় রাত ১১টায় কাজল বাড়ি ফিরে গেছে। তিন দিনেও কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি থানায় জিডি করতে যান। থানায় থাকাবস্থায় একজন ফোন করে জানায় মাসুদের দোকানের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নাহিদ নামে এক যুবক তাকে ডেকে নিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কীনা এমন প্রশ্নের জবাবে বলেন, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।