বালিয়াকান্দিতে ইউএনও বিদায় সংবর্ধনা ও নবাগতকে বরণ

- প্রকাশের সময় : 09:10:20 pm, Wednesday, 11 January 2023
- / 1032 জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১জনুয়ারি) জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে এবং পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস। প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর, বালিয়াকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান কল্লোল কুমার বসু ও উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।