পাংশায় স্ত্রীকে কুপিয়ে হত্যা ॥ স্বামী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১২৪৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে লিপি বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী রুবেল সরদার। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি একই গ্রামে। এ ঘটনায় পুলিশ স্বামী রুবেল সরদারকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে রুবেলের সাথে বিয়ে হয় লিপি বেগমের। তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। রুবেল সরদার আগে মাছের ব্যবসা করতো। গত কিছুদিন ধরে সে বেকার জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। বুধবার ভোরের দিকে রুবেল তার স্ত্রীকে নতুন শাড়ি পরিয়ে ঘুরতে নিয়ে যায়। সকাল আটটার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে হাসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করে। এসময় স্থানীয় লোকজন রুবেলকে আটক করে রাখে। পরে পুলিশ এলে তাদের হাতে তুলে দেয়। এদিকে হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়। নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশি রিপন সরদার জানান, ওই বাড়িতে চিৎকার চেচামেচি শুনে তিনি এগিয়ে যান। রুবেলের ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা ধাক্কি করেন। তখন রুবেল দরজার ফাঁক দিয়ে রক্তাক্ত হাসুয়া বের করে। তিনি রক্ত দেখে আৎকে ওঠেন ও প্রচন্ড ভয় পেয়ে যান। রুবেল ভেতর থেকে বলে, তোমরা দরজা ভেঙো না। আমি ভেতরেই থাকব। পুলিশ এলে ধরা দেব। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়।
নিহতের ভাবি জানান, রুবেল খুব খারাপ প্রকৃতির লোক ছিল। গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করতো। সবার সাথে খারাপ আচরণ করতো। সকালে তিনি তার অসুস্থ মেয়েকে নিয়ে ঘরে ছিলেন। হত্যার বর্ণনা জেনে ভয়ে আর সেখানে যাননি।
মাছপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোন্তাজ উদ্দিন খান জানান, তিনি একজনের মোবাইল ফোন পেয়ে হত্যাকান্ডের কথা জানতে পারেন। সকালে রুবেল তার স্ত্রীকে নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে ঘুরতে গিয়েছিল। ফিরে এসে ঘটনায় এ ঘটনা। রুবেল এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মানসিক সমস্যাও আছে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ি নহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।