Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদের ভোট পুন গণনার দাবি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ১৪২৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের ভোট পুন গণনার দাবীতে রাজবাড়ীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা হয়েছে। ওই ওয়ার্ডের সদস্য ( মেম্বার) প্রার্থী মোঃ রেজাউল করিম বাদি হয়ে গত ৯ জানুয়ারী মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে উপজেলা নির্বাচন অফিসার বালিয়াকান্দি উপজেলা এবং রিটাইনিং অফিসার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১, রাজবাড়ী জেলা প্রশাসক, প্রিজাইডিং অফিসার ও সহকারী শিক্ষা অফিসার আব্দুল কাদের, প্রধান নির্বাচন কমিশনার, বালিয়াকান্দি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মহসীন খান, মেম্বার প্রার্থী মোঃ টিপু সুলতান।

মামলার অভিযোগ করা হয়েছে, নভেম্বর মাসে নির্বাচনে বালিয়াকান্দি ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্রে কোন প্রকার অনিয়ম ভোট গণনার কারচুপি কোন প্রার্থীর স্বপক্ষে ইচ্ছাকৃত মনগড়া ফলাফল প্রদান করার জন্য যারা ক্ষুদ্ধ ও অসন্তষ্ঠ তাদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ১২ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করেন। বাদী রেজাউল করিম তফশীল ঘোষণার পর নিয়মানুযায়ী মেম্বার প্রার্থী হন এবং ২৮ নভেম্বর টিউবয়েল প্রতিকে নির্বাচন করেন। তিনি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গ্রহণের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং ভোটাররা তাকে ভোট দিচ্ছেন বলে মন্তব্য করেন। ভোট গ্রহণ শেষে ৪.২১টায় ভোট গণনার কার্যক্রম শুরু করলে তার নিযুক্ত পোলিং এজেন্টদের ভোট গণনার কক্ষ থেকে বের করে দিয়ে সন্ধ্যা ৬টার দিয়ে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য  ( মেম্বার) পদের সাথে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের পদের নির্বাচনী ফলাফল ঘোষণা করে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন। বেআইনী ভাবে ভোট গণনা করে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করায় বাদী উপজেলা নির্বাচন অফিসারের নিকট গত ১ ডিসেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের বিষয়ে কোন সন্তোষজনক ফলাফল না পাওয়ায় ইলেকশন ট্রাইব্যুনাল সরকার কর্তৃক গঠিত হবার কারণে মামলা দায়ের করেন। বাদীর বৈধ প্রতিনিধি পোলিং এজেন্ট ও অন্যান্যদের অজ্ঞাতে কারচুপির মাধ্যমে বাদীকে ৫২৩ ভোট ও নির্বাচিত ঘোষণা মহসীন খানকে ৯১০ ভোট এবং টিপু সুলতান ২৫ ভোট পেয়ে বিজিত ঘোষণা করা হয়েছে। অবৈধ, বেআইনী, মনগড়া ও পক্ষপাতমূলক হওয়ায় বাদী সঠিক ভাবে ভোট গণণা করা হলে নিশ্চিত ভাবে বিজয়ী হবেন। ন্যায় বিচারের স্বার্থে পুনরায় ভোট গণনার আদেশ দাবী করেন। বিজ্ঞ বিচারক আগামী ৫ এপ্রিল মামলাটির গ্রহণ শুনানীর দিন ধার্য্য করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদের ভোট পুন গণনার দাবি

প্রকাশের সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের ভোট পুন গণনার দাবীতে রাজবাড়ীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা হয়েছে। ওই ওয়ার্ডের সদস্য ( মেম্বার) প্রার্থী মোঃ রেজাউল করিম বাদি হয়ে গত ৯ জানুয়ারী মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে উপজেলা নির্বাচন অফিসার বালিয়াকান্দি উপজেলা এবং রিটাইনিং অফিসার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১, রাজবাড়ী জেলা প্রশাসক, প্রিজাইডিং অফিসার ও সহকারী শিক্ষা অফিসার আব্দুল কাদের, প্রধান নির্বাচন কমিশনার, বালিয়াকান্দি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মহসীন খান, মেম্বার প্রার্থী মোঃ টিপু সুলতান।

মামলার অভিযোগ করা হয়েছে, নভেম্বর মাসে নির্বাচনে বালিয়াকান্দি ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্রে কোন প্রকার অনিয়ম ভোট গণনার কারচুপি কোন প্রার্থীর স্বপক্ষে ইচ্ছাকৃত মনগড়া ফলাফল প্রদান করার জন্য যারা ক্ষুদ্ধ ও অসন্তষ্ঠ তাদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ১২ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করেন। বাদী রেজাউল করিম তফশীল ঘোষণার পর নিয়মানুযায়ী মেম্বার প্রার্থী হন এবং ২৮ নভেম্বর টিউবয়েল প্রতিকে নির্বাচন করেন। তিনি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গ্রহণের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং ভোটাররা তাকে ভোট দিচ্ছেন বলে মন্তব্য করেন। ভোট গ্রহণ শেষে ৪.২১টায় ভোট গণনার কার্যক্রম শুরু করলে তার নিযুক্ত পোলিং এজেন্টদের ভোট গণনার কক্ষ থেকে বের করে দিয়ে সন্ধ্যা ৬টার দিয়ে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য  ( মেম্বার) পদের সাথে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের পদের নির্বাচনী ফলাফল ঘোষণা করে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন। বেআইনী ভাবে ভোট গণনা করে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করায় বাদী উপজেলা নির্বাচন অফিসারের নিকট গত ১ ডিসেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের বিষয়ে কোন সন্তোষজনক ফলাফল না পাওয়ায় ইলেকশন ট্রাইব্যুনাল সরকার কর্তৃক গঠিত হবার কারণে মামলা দায়ের করেন। বাদীর বৈধ প্রতিনিধি পোলিং এজেন্ট ও অন্যান্যদের অজ্ঞাতে কারচুপির মাধ্যমে বাদীকে ৫২৩ ভোট ও নির্বাচিত ঘোষণা মহসীন খানকে ৯১০ ভোট এবং টিপু সুলতান ২৫ ভোট পেয়ে বিজিত ঘোষণা করা হয়েছে। অবৈধ, বেআইনী, মনগড়া ও পক্ষপাতমূলক হওয়ায় বাদী সঠিক ভাবে ভোট গণণা করা হলে নিশ্চিত ভাবে বিজয়ী হবেন। ন্যায় বিচারের স্বার্থে পুনরায় ভোট গণনার আদেশ দাবী করেন। বিজ্ঞ বিচারক আগামী ৫ এপ্রিল মামলাটির গ্রহণ শুনানীর দিন ধার্য্য করেছেন।