Dhaka ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রীর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / ১২৪৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন মামা বাড়ি বেড়াতে এসে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে সাবা (১৫) নামে এক স্কুলছাত্রী। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের  বকশিয়াবাড়ি গ্রামের ফকিরবাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবা কুষ্টিয়া সদর উপজেলার রিপন শেখের মেয়ে। কুষ্টিয়ার  একটি বিদ্যালয়ের  নবম শ্রেণির ছাত্রী ছিল সে। এ ঘটনায়  তার মামা মো. সালাউদ্দিন ও অপর মোটরসাইকেল আরোহী নাসির হোসেন আহত হয়েছেন। নাসিরকে  আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত মো. সালাউদ্দিন জানান, সাবা চার পাঁচদন আগে তাদের বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে ভাগ্নিকে নিয়ে রামদিয়া বেড়াতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দিলে তার ভাগ্নি ছিটকে পড়ে যায়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটপনাস্থল পরিদর্শন করেছে। নিহত ছত্রীর লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রকাশের সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন মামা বাড়ি বেড়াতে এসে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে সাবা (১৫) নামে এক স্কুলছাত্রী। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের  বকশিয়াবাড়ি গ্রামের ফকিরবাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবা কুষ্টিয়া সদর উপজেলার রিপন শেখের মেয়ে। কুষ্টিয়ার  একটি বিদ্যালয়ের  নবম শ্রেণির ছাত্রী ছিল সে। এ ঘটনায়  তার মামা মো. সালাউদ্দিন ও অপর মোটরসাইকেল আরোহী নাসির হোসেন আহত হয়েছেন। নাসিরকে  আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত মো. সালাউদ্দিন জানান, সাবা চার পাঁচদন আগে তাদের বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে ভাগ্নিকে নিয়ে রামদিয়া বেড়াতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দিলে তার ভাগ্নি ছিটকে পড়ে যায়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটপনাস্থল পরিদর্শন করেছে। নিহত ছত্রীর লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।