Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় মেম্বার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করতে দেয়নি ভোটাররা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ১২৯২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় মেম্বার পদে আরিফুল ইসলাম পিন্টুকে মনোনয়ন প্রত্যাহারে বাধা দিয়েছে স্থানীয় জনতা। প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বিকেল ৫টার পর নিজ থেকে চলে যায় তারা। এ ঘটনা ঘটেছে গত রোববার রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেঘনা গ্রামে। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

জানা গেছে, মাছপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দুজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। অপরজন হলেন মহসিন উদ্দিন খান। আরিফুল ইসলাম পিন্টু মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন এমন খবর পেয়ে রোববার সকাল থেকে এলাকার শত শত নারী-পুরুষ তার বাড়ির সামনে অবস্থান নেয়। তিনি বাড়ি থেকে বের হতে চাইলে এলাকাবাসী জানিয়ে দেয় তাদের লাশের উপর দিয়ে যেতে হবে।

এব্যাপারে আরিফুল ইসলাম পিন্টু বলেন, জনগণের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি। মানুষ আমাকে ভালোবাসে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি জানান, তার বাবা নজরুল ইসলাম মৃধা এ ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার ছিলেন। তার বাবা মারা  যাওয়ার পর উপ-নির্বাচনে দাঁি ড়য়েছিলেন। মাত্র ২০ ভোটের ব্যবধানে পরাজিত হন। তার বাবা মেম্বার থাকার সমঢয় থেকেই সুখে দুখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার স্থানীয় মানুষের চাপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে ভেবে দেখেন নির্বাচন মানেই নানান ঝামেলা। একারণে নিজ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু মানুষের বাধার কারণে তিনি প্রত্যাহার করতে পারেননি। মাত্র এক বছরের ব্যবধানে তার বাবা-মা দুজনেই মারা গেছেন। একারণে তার প্রতি মানুষের এক প্রকার ভালোবাসা জন্মেছে। তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। সোমবার প্রতীক বরাদ্দে তিনি ফুটবল প্রতীক পেয়েছেন।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মেম্বার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করতে দেয়নি ভোটাররা

প্রকাশের সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় মেম্বার পদে আরিফুল ইসলাম পিন্টুকে মনোনয়ন প্রত্যাহারে বাধা দিয়েছে স্থানীয় জনতা। প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বিকেল ৫টার পর নিজ থেকে চলে যায় তারা। এ ঘটনা ঘটেছে গত রোববার রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেঘনা গ্রামে। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

জানা গেছে, মাছপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দুজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। অপরজন হলেন মহসিন উদ্দিন খান। আরিফুল ইসলাম পিন্টু মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন এমন খবর পেয়ে রোববার সকাল থেকে এলাকার শত শত নারী-পুরুষ তার বাড়ির সামনে অবস্থান নেয়। তিনি বাড়ি থেকে বের হতে চাইলে এলাকাবাসী জানিয়ে দেয় তাদের লাশের উপর দিয়ে যেতে হবে।

এব্যাপারে আরিফুল ইসলাম পিন্টু বলেন, জনগণের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি। মানুষ আমাকে ভালোবাসে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি জানান, তার বাবা নজরুল ইসলাম মৃধা এ ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার ছিলেন। তার বাবা মারা  যাওয়ার পর উপ-নির্বাচনে দাঁি ড়য়েছিলেন। মাত্র ২০ ভোটের ব্যবধানে পরাজিত হন। তার বাবা মেম্বার থাকার সমঢয় থেকেই সুখে দুখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার স্থানীয় মানুষের চাপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে ভেবে দেখেন নির্বাচন মানেই নানান ঝামেলা। একারণে নিজ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু মানুষের বাধার কারণে তিনি প্রত্যাহার করতে পারেননি। মাত্র এক বছরের ব্যবধানে তার বাবা-মা দুজনেই মারা গেছেন। একারণে তার প্রতি মানুষের এক প্রকার ভালোবাসা জন্মেছে। তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। সোমবার প্রতীক বরাদ্দে তিনি ফুটবল প্রতীক পেয়েছেন।