পাংশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক সহোদর ২ ভাইকে ঘুম থেকে তুলে গুলি করে ও কুপিয়ে জখম
- প্রকাশের সময় : ০৬:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৪০৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের নাচনা মুরাদপুর গ্রামে আকতার বিশ^াস ও তার সহোদর ভাই নজরুল ইসলাম বিশ^াসকে ঘুম থেকে তুলে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা একই গ্রামের মোতালেব বিশ^াসের ছেলে। তারা দুজনেই কলিমহর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থক ও ঘনিষ্ঠ আত্মীয়। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। আহত দুই ভাই বর্তমানে ফরিদপুর মেডিে কল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের চাচা মুন্নাফ আলী বিশ^াস জানান, রাত ১টার দিকে ১৮/২০ জনের মুখোশ পরিহিত একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের বাড়ি ঢুকে আকতার ও নজরুলকে ঘুম থেকে ডেকে তোলে। তারা বাইরে আসার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা আকতারের পায়ে গুলি করে এবং নজরুলকে কুপিয়ে জখম করে। যাওয়ার সময় বলে রাজ্জাকের পক্ষে নির্বাচন করার সাধ মিটিয়ে দিলাম। পরে আহতাবস্থায় তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখন তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক জানান, এলাকায় তার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। তিনি প্রতিকার চেয়ে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দিতে চাইলে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।