কলাগাছের সাথে এ কী শত্রুতা!
- প্রকাশের সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৪১৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদি গ্রামে শত্রুতাবশতঃ প্রান্তিক কৃষক মিরাজুল মন্ডলের ২২ শতাংশ জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের আঁধারে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল মন্ডল একই গ্রামের মেছের আলী মন্ডলের ছেলে।
মিরাজুল মন্ডল জানান, স্থানীয় বাবলু মৌলিকের কাছ থেকে ২২ শতাংশ জমি লীজ নিয়ে সবরি কলার চাষ করেছিলেন। একশটির মত কলাগাছ ছিল তার বাগানে। দিন রাত পরিশ্রম করে কলাগাছের পরিচর্যা করতেন। কলাগাছগুলো বেশ বড় হয়ে উঠছিলো। শুক্রবার সকালে কলাবাগানে গিয়ে দেখেন প্রায় সবগুলো কলাগাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। শত্রুতার জের ধরেই কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তার। এতে তিনি আর্থিকভাবে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এব্যাপারে তিনি বালিয়াকান্দি থানায় অভিযোগ দেবেন বলে জানান।
এলাকাবাসী জানায়, মিরাজুল মন্ডল রোদ বৃষ্টি উপেক্ষা করে কলা বাগানে শ্রম দেন। তার পরিশ্রমে কলাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। যে এমন ক্ষতি করেছে তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা দরকার।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি।