র্যাবের অভিযান: রাজবাড়ী ও ফরিদপুর থেকে আটক ১৬ জনকে জেল জরিমানা
- প্রকাশের সময় : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১২৭৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ উপলক্ষে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী ও ফরিদপুর থেকে ১৬ জনকে আটক করেছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।
র্যাব সূত্র জানায়, বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারণ বিভিন্ন সেবা গ্রহণ করার সময় নানানভাবে প্রতারণার শিকার হয়ে থাকে। যেমন পাসপোর্ট তৈরী, বিভিন্ন ধরনের গাড়ীর লাইসেন্স তৈরী, সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা পাওয়া ইত্যাদি। জনগণকে প্রতারণার কবল থেকে মুক্তির লক্ষে র্যাব ফরিদপুর ক্যাম্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
রোববার রাজবাড়ী পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস ও সদর হাসপাতালে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলো তছির খা, রাসেল মন্ডল, মোজাম্মেল হক, আমিনুল ইসলাম, জুনায়েদ হোসেন ও রাসেল আহমেদ। এদের মধ্যে প্রথম ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও শেষ দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
অপরদিকে একই দিন ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এবং সরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ১০ জন ব্যক্তিকে আটক করেন। পরবতীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৮ জন ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা এবং ২ জন ব্যক্তিতে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।