গোয়ালন্দ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১২১৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ। সভায় গত মাসের আইন শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি ও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া করোনা ভ্যাকসিন গ্রহন তরান্বীত করার বিষয়ে আলোচনা করা হয়।