বালিয়াকান্দিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ
- প্রকাশের সময় : ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১২৫০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় হতদরিদ্রদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর বৃষ্টি উপেক্ষা করে বালিয়াকান্দি উপজেলার টিএন্ডটি পাড়া আদিবাসী পল্লী, বালিয়াকান্দি ওয়াপদা মোড় আদিবাসী পল্লী, হাড়িখালী আদিবাসী পল্লী, বারুগ্রাম আবাসন প্রকল্প, দিলালপুর আশ্রয়ন প্রকল্প, বহরপুর আদিবাসীপাড়া, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সামনে সড়কে চলাচলরত ভ্যান চালকদের মাঝে রান্না করা সাড়ে ৩শত প্যাকেট খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, এ্যাডভোকেট রোকনুজ্জামান, বিপ্লব পাল, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুব প্রধান নাজমুস শাকিব ও সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন বলেন, ইতিমধ্যেই রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ উপজেলায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত খাবার বিতরণ কার্যক্রম চলবে। এছাড়াও করোনা রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সার্ভিস চালু রয়েছে। করোনার টিকা প্রদান কার্যক্রমের শুরু থেকেই রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করে আসছে।