বালিয়াকান্দিতে সেবার বার্তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ
- প্রকাশের সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১২০০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ “বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” এই স্লোগানকে সামনে রেখে সেবার বার্তা নিয়ে বাড়ী বাড়ী যাচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ। কার্যক্রমকে গতিশীল করতে মাঠে নেমেছে বিট পুলিশিং অফিসাররা।
জানাগেছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশিং সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম (বার) ও রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বালিয়াকান্দি থানা এলাকার প্রতিটি বিটের আওতাধীন এলাকা সমূহে বিভিন্ন স্থাপনা ও বসতবাড়ীতে সংশ্লিষ্ট বিট অফিসার ও ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত ষ্টিকার লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যসহ বিট পুলিশিং কর্মকর্তারা ষ্টিকার লাগানো কার্যক্রম জোড়দার করাসহ জনগণের মাঝে পুলিশী সেবা প্রাপ্তির ভ্রান্ত ধারনা দুর করতে কাজ করছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য প্রদানে জনগণকে উৎসাহ সৃষ্টি ও পুলিশী সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশ কর্মকর্তারা বালিয়াকান্দি থানা এলাকার প্রতিটি বিটের আওতাধীন এলাকা সমূহে বিভিন্ন স্থাপনা ও বসতবাড়ীতে সংশ্লিষ্ট বিট অফিসার ও ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত ষ্টিকার লাগানোর কার্যক্রম শুরু করেছেন। এতে করে জনগণের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে ও আইনী সেবা প্রাপ্তি আরো সহজতর হবে।