ইসলামপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
- প্রকাশের সময় : ০৭:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৩০৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে রমজান আলী মোল্যা স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রমজান আলী মোল্যা স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাজী পনিরুজ্জামান পনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান। এসময় স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দেশসেরা প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম সাহিদ, খন্দকার রফিকুল ইসলাম হেলাল, সাইফুল ইসলাম বাবু, এ্যাড. রোকনুজ্জামান, টুর্ণামেন্ট কমিটির যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ হোসেন, গিয়াস মল্লিক, সদস্য সুজিত কুমার দাস, সনি আহম্মেদ, লাবু মল্লিক, সিহাব হোসেন, রাকিব হোসেন, খন্দকার তৌশিকুর রহমান, কাউসার হোসেন, খন্দকার আশরাফুল আলম সজল, সিফাত হোসেন, হালিম মল্লিক, সজিব বিশ্বাস, লিয়ন মৌলিকসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। খেলায় ১১টি দল অংশ গ্রহণ করে। রাজবাড়ীর শফিউল ও হৃদয় জুটি চ্যাম্পিয়ন ও পাংশার রোমান ও রনি জুটি রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন জুটিকে নগদ ৮ হাজার টাকা ও রানার্স আপ জুটিকে নগদ ৪হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।