রাজবাড়ীতে ডিবির অভিযানে দুধর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৪, চোরাই মোটরসাইকেল ও ইয়াবা উদ্ধার
- প্রকাশের সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৩৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ রোববার রাতে রাজবাড়ীর বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে দুধর্ষ সন্ত্রাসী জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এসময় একটি চোরাই মোটরসাইকেল ও পাঁচশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সন্ত্রাসী জুয়েল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাট এলাকার আক্কাছ আলীর ছেলে। অপর গ্রেপ্তারকৃতরা হলো ভোলা জেলার পূর্ব ইলিশা সাজিবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে শরিফ হোসেন, রাজবাড়রি বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামের শাহাদত শেখের ছেলে হাসান শেখ ও সোনাইডাঙ্গা গ্রামের আফছার শেখের ছেলে ফিরোজ শেখ।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, রোববার ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজবাড়ী রেলওয়ে ময়দান এলাকা থেকে সন্ত্রাসী জুয়েলকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতে ছয়টি মামলা বিচারাধীন। তার বিরুদ্ধে অবপরাধমূলক কর্মকান্ডের বহু অভিযোগ রয়েছে।
অপর একটি অভিযানে শহরের ভবানীপুর এলাকা থেকে চারশ পিচ ইয়াবাসহ শরিফ হোসেনকে এবং বালিয়াকান্দির আলোকদিয়া থেকে একশ পিচ ইয়াবাসহ ফিরোজ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।
এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়েরের পর সবাইকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।