বালিয়াকান্দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু
- প্রকাশের সময় : ০৮:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৪২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ “ পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিংমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি ও বহরপুর ইউনিয়নে কার্যক্রম শুরু করা হয়েছে।
বালিয়াকান্দি থানার আয়োজনে বহরপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম উদ্বোধন করেন, সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল ) মোঃ লাবীব আব্দুল্লাহ। এসময় বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি থানার এস,আই জাহিদুল ইসলামসহ ইউপি সদস্য ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
পরে ালিয়াকান্দি থানার আয়োজনে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম উদ্বোধন করেন, সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল ) মোঃ লাবীব আব্দুল্লাহ। এসময় বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন, এস,আই জাহিদুল ইসলামসহ ইউপি সদস্য ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।