বালিয়াকান্দিতে ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৯

- প্রকাশের সময় : 07:55:17 pm, Friday, 22 May 2020
- / 1491 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ফেসবুকে এক ব্যক্তির ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে নয়জন আহত হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন মতিয়ার রহমান, লাবলু শেখ, শহীদ শেখ, শাহামত মন্ডল, তছিরন বেগম, রাকিব, বাচ্চু কাজী, আহাদ আলী শেখ ও মোহন শেখ। এদের মধ্যে তিনজনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, ওই গ্রামের আহাদ আলী নামে এক ব্যক্তি তার ফেসবুক পেজে প্রতিবেশি শাহামত মন্ডলের ছবি দিয়ে আপত্তিকর ভাষা প্রয়োগ করে একটি পোস্ট দেন। এ পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হবে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, সংঘর্ষের কথা তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই অভিযোগ করেনি।