বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে খাদ্য সহায়তা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১২৯৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের নদীর পাড়ে বাড়ী এ্যাসেড কার্যালয়ে করোনা ভাইরাসে দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সোমবার এ্যাসেডের নিজস্ব অর্থায়নে এনজিও ফাউন্ডেশনের উপকারভোগী ও বহরপুর এবং নবাবপুর ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধি, বৃদ্ধ ও এতিমদের মধ্য ৫১জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এদের মধ্যে ১৯জনকে চাল, আলু, চিনি, লেবু এবং ৩২জনকে খেজুর, চিনি, সেমাই, তৈল, লেবু, ডাল ও নগদ টাকা প্রদান করা হয়।
আনুষ্ঠানিক ভাবে তুলেদেন, সহেযাগী অধ্যাপক ডা. বোরহান উদ্দিন , এ্যাসেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ শাহজাহান সিদ্দিক, উপদেষ্টা মোশারফ হোসেন, সদস্য আসাদ শেখ, আবু সালেহ, সাহেরা বেগম প্রমুখ।
Tag :