করোনা সংক্রামক রোধে রাজবাড়ীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে । ভাইরাস প্রতিরোধক বিতরণ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৪৪৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ করোনা ভাইরাস সংক্রামক রোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে রোববার সিভিল সার্জন কার্যালয়, রাজবাড়ী সদর হাসপাতালসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়। রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, আতিকুল ইসলাম চৌধুরী রতন, হেলাল উদ্দিন সরদার, ইউএলও বজলুল করিম চৌধুরী প্রমুখ।
এছাড়া সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এসময় করোনা থেকে আতঙ্কিত না হয়ে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। পর্যায়ক্রমে একার্যক্রম জেলার অন্য উপজেলাগুলোতে পরিচালিত হবে।
Tag :