রাজবাড়ীতে এবার ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা
- প্রকাশের সময় : ১০:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৩৬৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে এবার পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭২ বছরের বৃদ্ধ আব্দুল হানিফ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত হানিফ খান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের বাসিন্দা। সে পাঁচ সন্তানের জনক। তার নির্দিষ্ট কোনো পেশা নেই বলে জানা গেছে। নিপীড়নের শিকার শিশু বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে এবার ভর্তি হয়েছে সে।
রাজবাড়ী সদর থানা ও শিশুর পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি খেতে খেসারি ফসল তুলছিল শিশুটি। খেতের পাশেই বসেছিল হানিফ। শিশুটিকে ডেকে সে পাশের আরেকটি খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় এক প্রতিবেশি দেখে শিশুর মাকে খবর দেয়। শিশুর মা দৌড়ে এলে হানিফ পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার মেডিকেল পরীক্ষা করানো হবে। অভিযুক্ত হানিফকে গ্রেপ্তারে একাধিকবার চেষ্টা চালানো হয়। কিন্তু পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বুধবার ফরিদ শেখ নামে এক ব্যক্তি তিন বছরের শিশুকে ধর্ষণ করে। এঘটনাটিও ঘটেছিল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন এলাকায়। পরদিন বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে ফরিদ শেখকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। গত ৭ মার্চ সকালে র্যাবের হাতে গ্রেপ্তার হয় ফরিদ।