‘সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা দেবে কেকেএস ওয়াই মুভস প্রকল্প’
- প্রকাশের সময় : ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৪২৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সমাজের মূলধারার বাইরের সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সর্বাত্মক চেষ্টা করবে কেকেএস ওয়াই মুভস প্রকল্প। শনিবার সকালে কেকেএস কার্যালয়ে কেকেএস ওয়াই মুভস প্রকল্প পরিচিতি সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার বেগম, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, উন্নয়ন কর্মী খায়রুল হাসান মিন্টু, হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় পাঁচ বছর মেয়াদে ওয়াই মুভস প্রকল্পটি শুরু হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে শিশুদের জীবনমান আমূল পাল্টে যাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি দিলসাদ বেগম বলেন, ভাষা দিবসের মাসে ভাষা শহিদদের প্রতি আমার সম্মান জানাই। এই মুজিব বর্ষে দেশকে এগিয়ে নিয়ে যাব। এ প্রকল্পের মাধ্যমে শিশুদের কে এগিয়ে নিয়ে যাবে নিশ্চয় একটা ভালো উদ্যোগ। ব্রোথেলের শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। ঐ শিশুদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং ব্যাল্য বিবাহ বন্ধ করতে হবে।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, কেকেএস এর এই প্রজেক্ট এর মাধ্যমে দৌলতদিয়ার ব্রোথেলের শিশুরা সাধারন শিশুদের মত সমাজে প্রতিষ্ঠিত হবে। তবে এই প্রজেক্টটি রাজবাড়ী জেলাব্যাপী অবহেলিত শিশুদের নিয়ে কাজ করলে সার্বিকভাবে বঞ্চিত শিশুরা উপকৃত হবে বলে আমি আশাবাদী।
কেকেএস এর কার্য-নির্বাহী পরিষদের সহ-সভাপতি, মোঃ সুলতান উদ্দিন বলেন, আমি আশাবাদি নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কেকেএস এগিয়ে যাবে।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।
অনুষ্ঠানের শুরুতে কেকেএস এর কার্যনির্বাহী কমিটির সভাপতি অহিদুজ্জামান মোল্যার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।