Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সুহৃদ সমাবেশের আয়োজন: কথা গান আবৃত্তিতে রবীন্দ্র নজরুল স্মরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • / ১৫৪৫ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ জীবনের সমান বিস্তৃত বিশ্বকবি রবীঠাকুরের কবি জীবন, কর্ম জীবন। শুরুটা হয়েছিল আট বছর বয়সে ভানু সিংহ নামে আর ব্যপ্ত ছিল আগস্ট ১৯৪১ সালে মৃতুর আগ পর্যন্ত। অপরদিকে বাঙালির মণিকোঠায় রয়েছেন বিদ্রোহী কবি নজরুল। তুর্কি, আরবী, ফার্সি প্রভৃতি বিদেশী সুরে যেমন তেমনি সাওতাল, সাপুড়ে, ঝাপ নৃত্যের মত উপজাতিয় ছন্দেও নজরুল রচনা করেছেন অজ¯্র গান । রবীন্দ্রনাথ আর নজরুলকে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। তাদের আদর্শকে লালন করতে হবে। Ñএমনই সব আলোচনা উঠে এসেছে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানের আলোচনায়।
‘জাগ্রত দুয়ারেতে ফুটেছে যে ফুল, তার চারপাশে রবি আর নজরুল’ প্রতিপাদ্যে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী সুহৃদ সমাবেশ। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় প্রশিক্ষণ কক্ষে আলোচনা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ছাড়াও ছিল কুইজ প্রতিযোগিতা।
রবীন্দ্র নজরুল বিষয়ে আলোচনায় অংশ নেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা মহিতুজ্জামান বেলাল, সাধারণ সম্পাদক নাসির খান ও সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া রোজা।
সঙ্গীত পরিবেশন করেন আব্দুল জব্বার, আশিফ মাহমুদ, মোশতাক আহমেদ ও মৌমিতা ভাজন।
রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক জুয়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক রিফাত পরিবেশন করেন প্রার্থনা কবিতাটি।
পাগলা হাওয়ার বাদল দিনে গানের সাথে দ্বৈত নৃত্য পরিবেশন করেন সহ সমাজ কল্যাণ সম্পাদক খাদিজাতুল কোবরা ও সহ নারী সম্পাদক রীমা হালদার। রীমা হালদার পরে ফাগুন হাওয়ায় গানের সাথে একক নৃত্যও পরিবেশন করেন।
সুহৃদ সমাবেশের সদস্যদের পরিবেশনায় মুগ্ধ সবাই।
আলোচনা, গান, আবৃত্তি, নৃত্যের পরে এবার কুইজ । প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সহ সাংগঠনিক সম্পাদক কাজী তামান্না। পুরষ্কার জিতে খুব খুশী তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন সহ সাংস্কৃতিক সম্পাদক রিফাত মোল্লা ও সরকারি কলেজ শাখার সদস্য মাহবুবুর রহমান। কুইজ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক জুয়েল। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মহিতুজ্জামান বেলাল, কমলকান্তি সরকার ও আশিফ মাহমুদ।
পুরো অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন এবং রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক নাসির খান।
যাদের আন্তরিক সহযোগিতায় সম্পন্ন হলো অনুষ্ঠানটি; যুগ্ম সম্পাদক অমিত সরকার, পরিবেশ সম্পাদক তুলিকা হাসান, সমাজ কল্যাণ সম্পাদক সৌরভ বিশ^াস, সহ- শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জোহরা সোমা, প্রচার সম্পাদক পরিমল বিশ্বাস, সহ প্রচার সম্পাদক রবিউল রবি, ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান আলিম, কার্যনির্বাহী সদস্য : কাউসার, অনিক, শ্রাবণী, জিহাদ এবং সরকারি কলেজ শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সুহৃদ সমাবেশের আয়োজন: কথা গান আবৃত্তিতে রবীন্দ্র নজরুল স্মরণ

প্রকাশের সময় : ০৯:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ জীবনের সমান বিস্তৃত বিশ্বকবি রবীঠাকুরের কবি জীবন, কর্ম জীবন। শুরুটা হয়েছিল আট বছর বয়সে ভানু সিংহ নামে আর ব্যপ্ত ছিল আগস্ট ১৯৪১ সালে মৃতুর আগ পর্যন্ত। অপরদিকে বাঙালির মণিকোঠায় রয়েছেন বিদ্রোহী কবি নজরুল। তুর্কি, আরবী, ফার্সি প্রভৃতি বিদেশী সুরে যেমন তেমনি সাওতাল, সাপুড়ে, ঝাপ নৃত্যের মত উপজাতিয় ছন্দেও নজরুল রচনা করেছেন অজ¯্র গান । রবীন্দ্রনাথ আর নজরুলকে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। তাদের আদর্শকে লালন করতে হবে। Ñএমনই সব আলোচনা উঠে এসেছে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানের আলোচনায়।
‘জাগ্রত দুয়ারেতে ফুটেছে যে ফুল, তার চারপাশে রবি আর নজরুল’ প্রতিপাদ্যে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী সুহৃদ সমাবেশ। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় প্রশিক্ষণ কক্ষে আলোচনা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ছাড়াও ছিল কুইজ প্রতিযোগিতা।
রবীন্দ্র নজরুল বিষয়ে আলোচনায় অংশ নেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা মহিতুজ্জামান বেলাল, সাধারণ সম্পাদক নাসির খান ও সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া রোজা।
সঙ্গীত পরিবেশন করেন আব্দুল জব্বার, আশিফ মাহমুদ, মোশতাক আহমেদ ও মৌমিতা ভাজন।
রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক জুয়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক রিফাত পরিবেশন করেন প্রার্থনা কবিতাটি।
পাগলা হাওয়ার বাদল দিনে গানের সাথে দ্বৈত নৃত্য পরিবেশন করেন সহ সমাজ কল্যাণ সম্পাদক খাদিজাতুল কোবরা ও সহ নারী সম্পাদক রীমা হালদার। রীমা হালদার পরে ফাগুন হাওয়ায় গানের সাথে একক নৃত্যও পরিবেশন করেন।
সুহৃদ সমাবেশের সদস্যদের পরিবেশনায় মুগ্ধ সবাই।
আলোচনা, গান, আবৃত্তি, নৃত্যের পরে এবার কুইজ । প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সহ সাংগঠনিক সম্পাদক কাজী তামান্না। পুরষ্কার জিতে খুব খুশী তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন সহ সাংস্কৃতিক সম্পাদক রিফাত মোল্লা ও সরকারি কলেজ শাখার সদস্য মাহবুবুর রহমান। কুইজ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক জুয়েল। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মহিতুজ্জামান বেলাল, কমলকান্তি সরকার ও আশিফ মাহমুদ।
পুরো অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন এবং রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক নাসির খান।
যাদের আন্তরিক সহযোগিতায় সম্পন্ন হলো অনুষ্ঠানটি; যুগ্ম সম্পাদক অমিত সরকার, পরিবেশ সম্পাদক তুলিকা হাসান, সমাজ কল্যাণ সম্পাদক সৌরভ বিশ^াস, সহ- শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জোহরা সোমা, প্রচার সম্পাদক পরিমল বিশ্বাস, সহ প্রচার সম্পাদক রবিউল রবি, ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান আলিম, কার্যনির্বাহী সদস্য : কাউসার, অনিক, শ্রাবণী, জিহাদ এবং সরকারি কলেজ শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ।