রাজবাড়ীতে বাসচাপায় নিহত ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
- / ১২৬৩ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার॥ দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর বাজার এলাকায় শনিবার ভোরে বাসচাপায় মন্টু প্রামাণিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি একই ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে। পেশায় তিনি একজন রিকসাচালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে রিকসা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মন্টু প্রামানিক। ওই সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ভোরবেলায় সেখানে কোনো মানুষ ছিল না। তাই বাসটিকে সনাক্ত করা যায়নি। তবে বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Tag :